আমার এইরূপ শুনা আছে যে, রামদাদা এক দিন পরমহংস মশাইকে তাঁহার কাঁকুড়গাছির বাগানে লইয়া গিয়াছিলেন। তবে আমি নিজে এ বিষয় কিছু জানি না।
১৮৮৩ খ্রীষ্টাব্দে, রামদাদা ঐ জমি খরিদ করেন। বাবার1 পরামর্শমতো ও অনুমোদনক্রমে জমি সম্বন্ধে লেখাপড়া হইয়াছিল। রামদাদা পরে উহাতে বাগান2 করিয়াছিলেন।
1. শ্রীযুত বিশ্বনাথ দত্ত, কলিকাতা হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন।↩
2. বর্তমানে এই বাগান 'যোগোদ্যান' নামে খ্যাত।↩
No comments:
Post a Comment